পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে রাধানগর আবাসন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহার ঘরেতল্লাশি চালানো হয়। এই তল্লাশি অভিযানের ফলে তার ঘর থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার হয়। যেগুলো বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। মদগুলি আটক করে থানায় নিয়ে এলেও অভিযুক্ত বিশ্বজিৎ সাহাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আগেই পালিয়ে যায়। উৎসবের দিনগুলিতে এভাবে অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশি অভিযান জারি থাকবে বলেও জানিয়েছেন ওসি।
0 মন্তব্যসমূহ