Advertisement

Responsive Advertisement

পশ্চিম থানার অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার

আগরতলা, ১০ অক্টোবর : শারদ উৎসবের মাঝেও রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর পশ্চিম আগরতলা থানার পুলিশ রাধানগর আবাসন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করে। 
পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে রাধানগর আবাসন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহার ঘরেতল্লাশি চালানো হয়। এই তল্লাশি অভিযানের ফলে তার ঘর থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার হয়। যেগুলো বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। মদগুলি আটক করে থানায় নিয়ে এলেও অভিযুক্ত বিশ্বজিৎ সাহাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আগেই পালিয়ে যায়। উৎসবের দিনগুলিতে এভাবে অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশি অভিযান জারি থাকবে বলেও জানিয়েছেন ওসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ