Advertisement

Responsive Advertisement

মহিলা মোর্চার উদ্যোগে পূজার দিনগুলিতে জলছত্র অনুষ্ঠিত


আগরতলা, ১৩ অক্টোবর : কথায় আছে জল দান পুণ্যদান। শারদ উৎসবের দিনগুলোতে এই পুণ্যদান করলো ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চা। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন শহরের দুর্গাপূজা দেখতে আসা মানুষদের মধ্যে জল দান করা হয় তাদের উদ্যোগে। রাজধানী আগরতলার বটতলা এলাকার দশমিঘাট যাওয়ার রাস্তার পাশে এই জল ছত্রের আয়োজন করা হয় মহিলা মোর্চার উদ্যোগে। প্রতিদিন পূজা দেখতে বের হওয়া কয়েক শত মানুষ তাদের তৃষ্ণা নিবারণ করেছেন এই জলছত্র থেকে। 
মৈত্রী দেব, বীনা তামাং রানী শীল, মনিদীপা দত্ত সহ আরো অনেক মহিলা মোর্চা সদস্যারা নিজ হাতে তৃষ্ণার্ত মানুষদের মধ্যে জলের গ্লাস বিতরণ করেছেন। পাশাপাশি রাজধানীসহ রাজ্যের অন্যান্য জায়গাতেও জল ছত্রের আয়োজন করা হয়।
এপ্রসঙ্গে উল্লেখ্য যে মহিলা মোর্চা সারা বছরই নানা সামাজিক কর্মের সঙ্গে যুক্ত থাকে এবং মানুষের কল্যাণে কাজ করে। তাই সাধারণ মানুষ ও তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ