আগরতলা, ২৩অক্টোবর: রাজধানী আগরতলার পার্শ্ববর্তী রাজ্যের একমাত্র উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের কাজের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী অজয় টামটা। গবেষণা কেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই গবেষণা কেন্দ্রের গবেষকদের কাজ রাজ্যের পাশাপাশি দেশের কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়তা করবে।
তিন দিনের ত্রিপুরা রাজ্য সফরে এসেছেন ভারত সরকারের সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের রাজ্য মন্ত্রী অজয় টামটা। বুধবার বিকেলে তিনি বিমানে করে দিল্লি থেকে আগরতলায় এসে পৌঁছান, তারপর রাজধানীর খেজুর বাগান এলাকার রাজ্য অতিথিশালা সোনারতরীতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সোজা চলে যান উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সেখানে সন্ধ্যা আরতি দেখে তিনি চলে আসেন ও রাত আটটা নাগাদ রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অন্তর্গত ত্রিপুরা রাজ্য উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা হীরেন্দ্র দেববর্মা, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা শান্তনু দেববর্মা, ত্রিপুরা রাজ্য উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের পশ্চিম জেলা আধিকারিক সুজিত দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুব্রত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাগরিকা সহ উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরা।
কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী গবেষণা কেন্দ্রে পৌঁছলে ড. রাজীব ঘোষ তাকে ফুলের তোড়া, ত্রিপুরা সুন্দরী মন্দিরের রেপ্লিকা এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী গবেষণা কেন্দ্রের একটি রেড অয়েল পাম্প গাছের চারা রোপন করেন। পাশাপাশি তিনি উদ্যান গবেষণা কেন্দ্রের বিভিন্ন কাজকর্ম, বিশেষ করে গবেষণা কেন্দ্রের গবেষকদের দ্বারা উদ্ভাবিত আলুর দানা বীজ, এআরসি পদ্ধতিতে তৈরি আলুর চারা গাছ, মাশরুমের স্পন, উদ্যান গবেষণা কেন্দ্রের প্লটে উৎপাদিত বিভিন্ন ধরনের ফলমূল ও শাক সবজির বিভিন্ন জাত নিজের হাতে পরখ করে দেখেন। এমনকি গবেষণা কেন্দ্রের একাধিক ফল বাগিচাও ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ফিরে আসার সময় কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী অজয় টামটা উপস্থিত সংবাদ মাধ্যমের কাছে এই গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই গবেষণা কেন্দ্রটি কৃষি বিশেষ করে উদ্যানজাত ফসল গবেষণায় ব্যাপক ভালো কাজ করছে। আনারস কলা আলু এবং লেবু চাষে এই গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের বিশেষ অবদান রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন জাতের আম এর পাশাপাশি উন্নত জাতের আম উদ্ভাবনের কাজল যুক্ত রয়েছেন তারা। তাদের কাজের ফলে রাজ্যের কৃষক এমনকি দেশের কৃষকদের উন্নয়ন এবং আর্থিক সুবিধাজাতে হয় এই আহবান রাখেন তিনি। পাশাপাশি তিনি এই প্রতিষ্ঠানের আধিকারিকদের পরামর্শ দেন গবেষণার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকেও যেন এখানে পড়ানো এবং প্রশিক্ষণ দেওয়া হয় এই পরামর্শ দেন।
তিন দিনের এই সফরে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতে গিয়েও আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। পাশাপাশি আগরতলার পার্শ্ববর্তী লেম্বুছড়া এলাকার ভারত সরকারের কৃষি গবেষণা কেন্দ্রে ত্রিপুরা রাজ্য শাখাও ঘুরে দেখবেন।
0 মন্তব্যসমূহ