Advertisement

Responsive Advertisement

গান্ধী জয়ন্তী উপলক্ষে ত্রিপুরা বায়ো ডাইভারসিটি বোর্ডের উদ্যোগে কর্মসূচির আয়োজন

আগরতলা, ২ অক্টোবর : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতা অভিযান কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা বারোডাইভারসিটি বোর্ড। সেই সঙ্গে পরিবেশ রক্ষা সম্পর্কে সকল অংশের মানুষদের সচেতন করার লক্ষ্যে সচেতনতা র‌্যালি, পাখি দেখার কর্মসূচি সহ আরো বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার রাজধানী আগরতলার গুরখা বস্তি এলাকার অরণ্য ভবনের বনদপ্তরের অফিসের সামনে থেকে একটি সচেতনতামূলক সাইকেল র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং এটি সিপাহীজলায় শেষ হয়। সিপাহীজলা চিড়িয়াখানায় নো লিটারিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সিপাহীজলা ডব্লিউএলএস-এ পাখি দেখার অনুষ্ঠান হয়। কৃষি কলেজের ছাত্ররাও এতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচিকে ঘিরে ছাত্র-ছাত্রী বনদপ্তরের কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ