আগরতলা, ২৭ অক্টোবর : দীপাবলির প্রাক মুহুর্তে রবিবার বাধারঘাট মন্ডলের অন্তর্গত বেলাবর কুমোর পাড়ায় প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে স্থানীয় শিল্পীদের পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এক কর্মসূচীর আয়োজন করার হয়। মূলত এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকাল কর্মসূচির ডাক দিয়েছেন তা পালন করা হয়। এরই অংশ হিসেবে সকলের মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করে দিদিদের এবং বোনেদের মধ্যে মাটির প্রদীপ বিতরণের মাধ্যমে দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।
এদিনের এই কর্মসূচিতে সংগঠনের প্রচুর সংখ্যক সদসারা উপস্থিত ছিলেন। মূলত স্থানীয় কুমারদের কাছ থেকে মাটির প্রদীপ কিনে তা মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। এই কর্মসূচির ফলে কুমাররাও খুশি ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ