Advertisement

Responsive Advertisement

সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরামের উদ্যোগে বিলোনীয়ায় বস্ত্রদান এবং পুজার স্টল উদ্বোধন

আগরতলা, ৯অক্টোবর : সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরামের উদ্যোগে বুধবার ষষ্ঠীর সন্ধ্যায় বিলোনীয়া পুর পরিষদের সাফাই কর্মী দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সেই সঙ্গে কালীনগর পেট্রিয়টিক ক্লাব সংলগ্ন দুর্গা পূজার স্টলের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ বস্ত্র বিতরণ এবং স্টলের উদ্বোধনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মল, কৃষ্ণ চন্দ্র গুপ্তা, সহকারী সমাহর্তা, দক্ষিণ জেলা। অনুষ্ঠানে অতিথি গণ উনাদের মুল্যবান ভাষণে সংস্থার সদস্যদের বিগত দিনের নানান কর্মকান্ডের পাশাপাশি আজকের শুভ উদ্যোগটির ভুয়সী প্রশংসা করেছেন৷ আগামীদিনে এই ধরনের সামাজিক কর্মকান্ড জারি রাখার আহবান জানিয়েছেন। এই অনুষ্ঠানে বিলোনীয়া পুর পরিষদের ১০৬ জন সাফাই কর্মী দের শারদীয় দুর্গাপূজার উপহার হিসাবে মহিলা দেরকে শাড়ী, বেডকভার এবং পুরুষ দের কে সার্ট, প্যান্ট বিতরণ করা হয়৷ প্রসঙ্গত উল্লেখ্য যে এই সংস্থা তার আগের দিন অর্থাৎ পঞ্চমীর পবিত্র তিথিতে সাব্রুম ও শান্তিরবাজারে অনুরূপ কর্মসূচী গ্রহণ করেছিল, সমগ্র দক্ষিণ জেলার সর্বমোট ২৫১ জন সাফাই কর্মীদের উপহার প্রদান করা হয়েছে৷ দুর্গাপূজা কে কেন্দ্র করে ফোরামের মনোরম ষ্টলে সাম্প্রতিক কালের নানান কর্মসূচী এবং ফোরামের সদস্য তথা সাইকেলে মাউন্ট এভারেস্ট বেসক্যাম্প জয়ী প্রথম বাঙালি সাইক্লিষ্ট বাপী দেবনাথ( নীল) 'র রোমাঞ্চকর যাত্রার কিছু আলোকচিত্রী প্রদর্শিত হচ্ছে৷ এছাড়া ষ্টলে দর্শনার্থী দের জন্য জল সত্র , সেলফি পয়েন্ট, শারদীয় ম্যাগাজিন  ইত্যাদিও সংযুক্ত করা হয়েছে৷ সংস্থার তরফ থেকে পাভেল দাস, সুমন পাল, তাপস পাল, মৃত্যুঞ্জয় বণিক প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে সকল প্রেস মিডিয়া,স্থানীয় জনগণ,সকল শুভানুধ্যায়ী দের ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীদিনে তাদের নানান সামাজিক কর্মসূচী বজায় রাখবে বলে ঘোষণা দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ