আগরতলা, ৩ অক্টোবর : এবছরই প্রথমবারের মতো "শারদোৎসব ২০২৪" উপলক্ষ্যে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের তরফ থেকে রাজ্যের প্রতিটি রেশন কার্ড হোল্ডার পরিবারকে বিনামূল্যে ময়দা চিনি ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি সূচনা করেন রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন রাজধানী আগরতলার কৃষ্ণনগর ওল্ড কালীবাড়ি লেন স্থিত ন্যায্য মূল্যের ১২ নম্বর দোকানে গিয়ে সেখানকার স্থানীয় ভোক্তাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে এই সামগ্রিকগুলি তুলে দেন মন্ত্রীর নিজেই। রেশন কার্ড প্রতি ২কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম সুজি তোলে দেন মন্ত্রী। রাজ্যের প্রতিটি রেশন কার্ড হোল্ডার পরিবারকে একইভাবে বিনামূল্যে এই সামগ্রী গুলি প্রদান করা হবে।
পাশাপাশি এদিন মন্ত্রী রামনগর রোড নং-৪ এর স্পোর্টিং ক্লাব সংলগ্ন ন্যায্য মূল্যের ৮৩ নম্বর দোকানে গিয়ে স্থানীয় ভোক্তাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ড প্রতি ২কেজি ময়দা, ১ কেজি চিনি,৫০০ গ্রাম সুজি তোলে দেন। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাধারণ জনগণ। গতবছরও রাজ্য সরকারের তরফে রেশন কার্ড পিছু একটি করে ক্যানভাস ব্যাগ দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ