আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সদস্যতা অভিযানের উপর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সদস্যতা অভিযানের সর্বভারতীয় ইনচার্জ ডিসান্ত কুমার গৌতম ও বিজেপি ত্রিপুরার সম্মানীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ কিষান মোর্চার সভাপতি অসিত বরণ রায়, প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ। মূলত সদস্যতা অভিযান কেমন চলছে, এই অভিযানকে আরো গতিশীল করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে রাজ্যজুড়ে বিজেপির সদস্য তাও অভিযান নিয়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। গোটা রাজ্যজুড়ে দলের সকল স্তরের কর্মীরা এখন সদস্যতা অভিযান কর্মসূচি নিয়ে ব্যস্ত।
0 মন্তব্যসমূহ