শারদ উৎসব উপলক্ষে সাধারণের মধ্যে বস্ত্র বিতরণ করলেন নবাদল বনিক
অক্টোবর ০৪, ২০২৪
আগরতলা, ৪ অক্টোবর: ১২ মাসের ১৩ পার্বণের বাঙালির সর্বশ্রেষ্ঠ পার্বণ হচ্ছে দুর্গোৎসব। এই উৎসবে যাতে সকল অংশের মানুষ আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। বৃহস্পতিবার সাধারণ মানুষের মধ্যে তিনি নতুন বস্ত্র বিতরণ করেন। সবার সাথে শারদীয় দুর্গা পূজার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক নিজ হাতে মানুষের মধ্যে বস্ত্র গুলি তুলে দেন। এদিন তিনি গোলাঘাটি বিধানসভা অন্তর্গত গোপীনগর, ভাটিলারমা, শ্রীনগর, কাঞ্চনমালা এবং পাথালিয়াবাড়ি পঞ্চায়েত এলাকার মা-বোনদের হাতে উনার নিজ উদ্যোগে উপহার স্বরূপ নতুন কাপড় তুলে দেন। প্রায় ২০০ অধিক শাড়ি ও জনজাতি মা বোনদের হাতে পাছরা তুলে দেন এবং শারদীয় দূর্গোৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। চেয়ারম্যানের এই উদ্যোগে খুশি ব্যক্ত করেন সাধারণ মানুষ। সেই সঙ্গে তারা মন থেকে দুহাত ভরে আশীর্বাদ করেন তাকে।
0 মন্তব্যসমূহ