Advertisement

Responsive Advertisement

মোহনপুর মহকুমায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে পুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী রতন লাল নাথ



দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ১০ অক্টোবর: মোহনপুর মহকুমার সবচেয়ে বড় বাজেটের পুজো এবার মৈত্রী সংঘ ছাত্র বৃন্দ জনতা সংঘ এবং সংহতি ক্লাব ও দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। বৃহস্পতিবার সপ্তমী। ক্লাবে ক্লাবে চলছে মায়ের আরাধনা। ষষ্ঠীর রাত্রি এবং আজ সকাল থেকেই মন্ডপে মন্ডপে ঘুরে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এলাকাবাসীর স্বার্থে ভাষণ দিতে গিয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। যাইহোক আমাদের পুরনো ঐতিয্যকে বজায় রাখতে হবে। দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছে, আধুনিক হোন কিন্তু ঐতিয্যকে বজায় রাখতে হবে। তাই আধুনিক হবেন।কিন্তু অতি আধুনিক ভালো নয়। এগুলি ভালো লক্ষণ না। দেখবেন মানুষের জীবন জোয়ার বাটার মতো। কখনো ভালো, কখনো খারাপ। রাজ্যের স্বপ্ল জায়গায় অভাব থাকতে পারে। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় একত্রে এইগুলি কভার করা যায়। একে অপরের পাশে থাকতে হবে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমাদের প্রত্যেকের জীবন যেমন সুন্দর। তেমনি আমাদের সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন সঠিক লক্ষ্যে বাস্তবায়িত করতে পারবো। শারদ শুভেচ্ছা বিনিময় করে মন্ত্রী রতন লাল নাথ আরো বলেন যে, পুজোর চার-পাঁচটি দিন সবার ভালো কাটুক। কোথাও যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সাক্ষী না হতে হয় সেইদিকে নজর রাখতে হবে ক্লাব সহ প্রত্যেকটা অংশে মানুষের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ