Advertisement

Responsive Advertisement

প্রধানমন্ত্রীর 'মন কি বাত' ভারতের বৈশ্বিক রূপান্তরকে প্রতিফলিত করছে: মুখ্যমন্ত্রী

 
আগরতলা, ২৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর প্রতিটি পর্বে ভারতের প্রতিটি কোণ থেকে হাজার হাজার অনুপ্রেরণামূলক গল্প উঠে আসে। যেখানে বিশ্বব্যাপী নানা ক্ষেত্রে পরিবর্তনের চিত্র প্রতিফলিত হয়।
            রবিবার আগরতলার বনমালীপুরের স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত-এর ১১৫তম পর্ব শোনার পর একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার দিন প্রধানমন্ত্রীর এই কার্য্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। রাজ্যেও এই অনুষ্ঠান শুনতে অপেক্ষায় থাকেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এবং বিভিন্ন স্তরের নেতৃত্ব। 
প্রধানমন্ত্রীর আজকের মন কি বাত পর্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদি দেশের লোকসংস্কৃতির সংরক্ষণ, সাইবার নিরাপত্তা, ভোকাল ফর লোকাল, ফিটনেসের গুরুত্বের উপর জোর দেওয়া এবং ভারতীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের বিষয়ে তুলে ধরেছেন।
                                    ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন অ্যানিমেশনের কথা বলেন তখন আমার খুবই ভালো লাগে। অ্যানিমেশন একটি শিল্প, অনেক পুরনো। অ্যানিমেশনের মাধ্যমে রামায়ণ এবং মহাভারত তৈরি করা হয়েছিল, যা মানুষকে ইতিহাস শিখতে সাহায্য করে। অনেক চলচ্চিত্রেও অ্যানিমেশন ব্যবহার করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা ইস্যুতে সাইবার সিকিউরিটির উপর গুরুত্ব তুলে ধরেছেন। যেমন মোবাইল ফোনের অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে। অনেক লোক মোবাইল হ্যাকিংয়ের শিকার হন এবং প্রধানমন্ত্রী মোদি আমাদের এই ধরনের পরিস্থিতিতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন।
                                মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে উদ্ভাবনী কাজ করার জন্য উৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার জন্য শুধু ভারত নয়, বাইরের দেশ থেকেও মানুষ প্রতিটি পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর বিভিন্ন দেশের নেতারা অবাক হয়ে দেখেন যে কীভাবে প্রধানমন্ত্রী মোদি এমন একটি অনুষ্ঠান ধারাবাহিকভাবে পরিচালনা করছেন। ডাঃ সাহা বলেন, আমি জানি না অন্য কোনো দেশের নেতা এমন কাজ করছেন। মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি এমন অনেক অজানা তথ্য তুলে ধরেন যা আমরা হয়তো জানি না। বিভিন্ন সেক্টরের লোকেদের সাথে সংযোগ স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর প্রতিটি পর্ব ভারতের প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার অনুপ্রেরণাদায়ক গল্প ও তথ্য নিয়ে আসে। যেখানে বিশ্বে পরিবর্তিত ভারতের চিত্র প্রতিফলিত হয়। 
                            এদিন মন কি বাত কার্যক্রমে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তাগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ