Advertisement

Responsive Advertisement

কিষান মোর্চার উদ্যোগে ডিম উৎপাদনের উপর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত

আগরতলা, ২৯ অক্টোবর : প্রদেশ কিষান মোর্চার উদ্যোগে ডিম উৎপাদনকারী লেয়ার মুরগির উপর খোয়াই ফারমার্স প্রডিউসার অর্গানাইজেশন ও মুঙ্গিয়াকামি ফার্মারস প্রডিউসার কোম্পানি লিমিটেড থেকে এডিম উৎপাদনের উপর একদিনের এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাণীরখামার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিজেপি কিষাণ মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ কমিটির সম্পাদিকা প্রতিচী ভৌমিক, কিষান মোর্চা প্রদেশ সম্পাদক বীরসিং জমাতিয়া, কিষন মোর্চা প্রদেশ সদস্য তথা পোল্ট্রি বিশেষজ্ঞ অমল বণিক ও ডাঃ শংকর পাত্র। ডঃ পাত্র পোল্ট্রি গৃহ নির্মাণ মুরগির বাচ্চা রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ লেয়ার মুরগি লালন পালন ডিম উৎপাদন সবকিছুর উপর বিশেষ বক্তব্য রাখেন। পোল্ট্রি বিশেষজ্ঞ তথা কিষান মোর্চা প্রদেশ সদস্য অমল বনিক সঠিক ডিম উৎপাদনকারী বাচ্চা নির্ণয় ত্রিপুরা জলবায়ুর উপর সামঞ্জস্য রেখে মুরগি পালন, মুরগির খাবার তৈরি ও ডিম বাজারজাতকরণ সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেন। তিনি আরো বলেন বিজ্ঞানসম্মতভাবে মুরগি পালন করলে ত্রিপুরায় কখনোই এই ব্যবসায় ক্ষতির সম্ভাবনা নেই। প্রদেশ কিষান মোর্চার সভাপতি শ্রী প্রদীপ বরণ রায় প্রত্যেক কৃষককে বলেন আপনারা যার যেরকম ব্যবস্থাপনা আছে তার উপর নির্ভর করে সম্পূর্ণ বিজ্ঞান সম্মতভাবে মুরগি পালন করতে হবে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের কথা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী স্বাবলম্বী ত্রিপুরার কথা বলেছেন আমাদের রাজ্য থেকে প্রতিবছর হাজার কোটি টাকা ডিম আমদানির উপর বেরিয়ে যাচ্ছে আমরা যদি আমাদের প্রয়োজনের ডিম রাজ্যে উৎপাদন করতে পারি তাহলে যেমন আমরা ডিম উৎপাদনে স্বাবলম্বী হব সাথে সাথে হাজার লোকের কর্মসংস্থান হবে। তিনি প্রশিক্ষণার্থীদের কে মুরগি পালনের প্রত্যেকটা বিষয় হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য এস এস পোল্ট্রি ফার্ম কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন কর্মশালায় ২৬ জন কৃষক সামিল হয়ে ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ