Advertisement

Responsive Advertisement

পাতালের সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বিজেপি




আগরতলা, ১ অক্টোবর : ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সবা নেত্রী পাতাল কন্যা জমাতিয়াকে প্রদেশ বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো। মূলত দল বিরোধী কাজকর্ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। এই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভানেত্রী শ্রীমতি পাতাল কন্যা জমাতিয়ার দল বিরোধী ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রদেশ সভাপতির নির্দেশানুসারে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কার তৎক্ষণাৎ কার্যকর হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ