Advertisement

Responsive Advertisement

কায়াসাধন

                                কায়াসাধন
                                        দিপ্সি দে

ছায়ার মতো অন্ধকার নেমে আসে বিছানায় তৃষ্ণা বেড়ে যায় সমস্ত ইন্দ্রিয়তে শূন‍্যতা জাগায় হরমোন।
 নদীর স্রোতের মতো বয়ে যায় কান্না শুধু দিনযাপনের অবকাশ নেই।
শূন‍্য দশক পেরিয়ে মুখোমুখি দাঁড়িয়ে হিসাব করে যাই রজস্বলা দিন যাপনের ইতিহাস।
অভিমুখে ফিরে আসে কান্না।
সমস্ত উত্তাপে আদ্রতা মেপে বাড়ি ফিরে যাও তুমি, আমি চোরাপথে কবিতার দহন দেখি নীরবে।

অবশেষে ক্ষুধা বেড়ে যায় কবিতার ক্ষুধা।হাঁরিয়ে যায় একটি কালো টিপ
 শাড়ির ভাজে জমিয়ে রাখা সব!সময়
সেফটি ফিনে ঝুলিয়ে রাখি,
 সবশেষে জন্ম হয় অসন্তুষ্ট করা একটি কবিতা যা ঘুমোতে দেয়না।

তুমি জানবেনা সে সব কথা,গোলাপ আর রজনীগন্ধার ঝাড় রেখে ঘুমিয়ে যাও।  

আমি ও কবিতা জেগে থাকি,
আমাদের কফি হাউজ নেই,নেই পানশালা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ