Advertisement

Responsive Advertisement

বন্যা পীড়িত মানুষের সহায়তায় জেগেটেড অফিসার্স সংঘ

আগরতলা, ৮অক্টোবর : সম্প্রতি রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়ে গেল, রাজ্যের বন্যা পীড়িত মানুষের সাহায্যার্থে এগিয়ে এলো জেগেটেড অফিসার্স সংঘ (জি ও এস)। সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে এক লক্ষ পাঁচ হাজার টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেওয়া হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন গেজেটেড অফিসার্স সঙ্ঘের সেক্রেটারি দেবাশীস্ বর্মন, পশ্চিম ত্রিপুরা গেজেটেড অফিসার্স সঙ্ঘের সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য, সঙ্ঘের কার্যকর্তা কর্ণজিত চৌধুরী, গেজেটেড অফিসার্স সঙ্ঘের শিক্ষা দপ্তর ইউনিটের সভাপতি জ্যোতির্ময় রায় এবং গেজেটেড অফিসার্স সঙ্ঘের কার্যকর্তা প্রণব ভট্টাচার্য। এদিন মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে গিয়ে তারা এই সহায়তা রশি তুলে দেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে এই সংঘ নিজেদের সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সারা বছর সাধারণ মানুষের কল্যাণে বহু সমাজ সেবামূলক কর্মসূচি করে থাকে। যে কারণে তারা সমাজের সকল অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ