আগরতলা, ২ নভেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হলো সংহতি পদযাত্রা। এদিন রাজধানীর দুর্গাচৌমুহনী এলাকা থেকে শুরু হয় পদযাত্রাটি। এতে অংশ নেন ত্রিপুরা কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীসহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।
গত ৩১ অক্টোবর ছিল ভারতের পূর্বতন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস এবং ১৯ নভেম্বর হচ্ছে ইন্দিরা গান্ধীর জন্ম দিবস। তাই রাজ্যের বর্তমান পরিস্থিতে এই সময়কালের মধ্যে রাজ্যের সবকয়টি সাংগঠনিক জেলায় সংহতি পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তারেই অঙ্গ হিসাবে এদিনের এই কর্মসূচি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, শাসক দলের ভূমিকা খুবই নিন্দনীয়। রাজ্যে বিভেদ, সন্ত্রাস কায়েম করছে এরা। দেশে হিন্দুত্বের নামে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এই অবস্থায় ঘৃণার দোকান বন্ধ করতে ও ভালোবাসার দোকান খোলতে কংগ্রেসের এই উদ্যোগ। দেশের ঐক্য সংহতি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার যে পরম্পরা তা রক্ষা করতে চায় কংগ্রেস। এদিন কংগ্রেস এর এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ