আগরতলা, ১১ নভেম্বর : বাংলাদেশিরা ভারতে প্রবেশের জন্য রাজ্যকে নিরাপদ করে দূর হিসেবে ব্যবহার করছে। তারা মূলত রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে দূরপাল্লার ট্রেন দিয়ে দেশের অন্যান্য প্রান্তে গিয়ে বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে, এটা সম্ভব হচ্ছে সীমান্তের বিএফের উদাসীনতার কারণে বলে অভিযোগ। তাই আগরতলা রেলওয়ে স্টেশন এর দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীরা করা নজরদারি চালায়। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবতীকে আটক করলো যৌথ বাহিনী। জি আর পি এস, বি এস এফ এবং আর পি এফ, মিলে অভিযান চালিয়ে যুবতীদের আটক করে বলের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস।
তিনি জানান আটক ৩ যুবতীর নাম যথাক্রমে, স্বপ্না আক্তার (১৯), বাড়ি চট্টগ্রামে, কুলসুম বেগম(২২), তার বাড়ির নড়াইল জেলায় এবং হাসনা হেনা(২৬), তার বাড়ি সাতক্ষীরা এলাকায়। একটি মামলা নিয়ে জিআরপি থানার মহিলা অফিসার তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের সঙ্গে জড়িত আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হাসনা হেনাকে বাংলাদেশী দালাল বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন ওসি।
0 মন্তব্যসমূহ