আগরতলা, ১৩ নভেম্বর : এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার দক্ষিণ রামনগর এলাকার শ্রী শ্রী রাধামাধব সেবা সমিতির বার্ষিক প্রতিষ্ঠা উৎসব ও রাস পূর্ণিমা উপলক্ষে ১৬ প্রহর হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। বুধবার এই উৎসবের উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
একদিনের এই কর্মসূচিতে পুরো নিগমের একাধিক কর্পোরেটরসহ এলাকার গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মেয়রকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন আয়োজকরা। এ অনুষ্ঠানের পাশাপাশি এলাকার মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মেয়র দীপক মজুমদার। নতুন কাপড় পেয়ে পানীয় এলাকার মহিলারা খুশি ব্যক্ত করেন। সেই সঙ্গে উদ্যোক্তা এবং মেয়রকে ধন্যবাদ জানান।
পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়
বিস্তৃতভাবে জানান মেয়র দীপক মজুমদার। তিনি বলেন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের মধ্যে মেলবন্ধন ঘটে এবং মানসিক শান্তি আসে। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
0 মন্তব্যসমূহ