আগরতলা, ১৪ নভেম্বর : প্রতি বছর ১৪ নভেম্বর দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে বিশ্বের প্রায় প্রতিটি দেশে পালন করা হয়। এই উপলক্ষে রাজধানী আগরতলার মা ঊষা চেয়ারটেবল ট্রাস্ট'র উদ্যোগে সচেতন মূলক র্যালি ও হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। বর্তমান জীবনধারার কারণে ডায়াবেটিস একটি বড় সমস্যা হয়ে উঠেছে। পরিবারে এখন দু-একজন ডায়াবেটিসে আক্রান্ত থাকা যেন খুবই স্বাভাবিক। শুধু বয়স্করাই নয়, তরুণরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। আমাদের দেশেও তরুণ জনগোষ্ঠীর মধ্যে অনেকের ডায়াবেটিস রয়েছে। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা জাগানোর জন্য প্রতি বছর ১৪ নভেম্বর দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হয়। বৃহস্পতিবার রাজধানীর জয়নগরস্থিত মা ঊষা চেয়ারটেবল ট্রাস্ট'র সামনে থেকে রেলিটি শুরু হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মা ঊষা চেয়ারটেবল ট্রাস্ট এর সামনে এসে শেষ হয়। তার পর একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
0 মন্তব্যসমূহ