Advertisement

Responsive Advertisement

নাগিছড়ায় অত্যাধুনিক সুবিধা সম্পন্ন কনফারেন্স হলের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী


আগরতলা, ১৬ নভেম্বর: সোমবার রাজধানী আগরতলার পার্শবর্তী নাগিছড়ার উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে অত্যাধুনিক সুবিধা যুক্ত কনফারেন্স হলের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি মন্ত্রী গবেষণা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজ-কর্ম ও বিভিন্ন গ্রীন হাউসে কী কী ফল ও সবজি কী ভাবে চাষ হচ্ছে গবেষণা কেন্দ্রের নির্মিয়মান পাকাবাড়ির কাজ হচ্ছে তা ক্ষতিয়ে দেখবেন। সেই সঙ্গে কথা বলবেন এই গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষের সঙ্গে। 
 আলু চাষের অন্যতম আধুনিক এবং উন্নত প্রযুক্তি এ আর সিকে দক্ষিণ আমেরিকার সুদূর পেরু দেশের লিমা শহর থেকে নিয়ে আসা হয়েছে। সফলতার সঙ্গে এখানে এআরসি পদ্ধতিতে আলো চারা উৎপাদন ও চাষ করা হচ্ছে, এগুলো ঘুরে দেখবেন মন্ত্রী। গত বছর রাজ্যের আটটি জেলাতেই এই পদ্ধতিতে আলু চাষ করে ব্যাপক সাফল্য পাওয়া যায়। তাই এবছর রাজ্যের আটটি জেলাতে আরো ব্যাপক পরিমাণ জমিতে আলু চাষ করা হচ্ছে। নাকি চড়ার পাশাপাশি অনুকূটি এবং ধলাই জেলাতে এই পদ্ধতিতে আলু চাষের জন্য হাইটেক নার্সারি গড়ে তোলা হচ্ছে। 
সেই সঙ্গে থাকবেন দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তাসহ অন্যান্য আধিকারিকরা। উদ্বোধন এবং পরিদর্শনের পাশাপাশি এ দিন কৃষি এবং উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জমাতিয়া ও আর জেলার উপ-অধিকতা দেন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের কতটুকু সহযোগিতা করা হয়েছে, এর ফলে চাষিরা কি পরিমাণে লাভবান হয়েছেন এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হবে এদিন। রবি মৌসুমের শুরুতে পিসি এবং কৃষক কল্যাণ মন্ত্রী এ ধরনের বৈঠকের ফলে চাষীদের অনেক বেশি সুবিধা হবে বলে অভিমত তত্ত্ববিজ্ঞ মহলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ