Advertisement

Responsive Advertisement

রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ দল উদয়পুরে জমি পরিদর্শন করলেন



আগরতলা, ২ নভেম্বর : গোমতী জেলার উদয়পুর এলাকার কিছু জমিতে সবজির খেতে আকস্মিক ভাবে পোকার সংক্রমণ দেখা গিয়েছে। এই খবর পেয়ে রাজধানী আগরতলার অরুন্ধতী নগর এলাকার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান যুগ্ম আধিকারিক ড. উত্তম সাহা গবেষণা কেন্দ্রের গবেষকদের নির্দেশ দেন সরেজমিনে আক্রান্ত এলাকা পরিদর্শন করার জন্য। এই নির্দেশের ভিত্তিতে শনিবার ঘটনাস্থলে ছুটে যান গবেষকদের একটি টিম ও উদয়পুরের ক্ষতিগ্রস্ত কৃষি জমি গুলি পরিদর্শন করেন। যে এলাকাগুলো গবেষকরা পরিদর্শন করেন এগুলির কয়েকটি হলো ছনবন, ফুটামাটি ইত্যাদি। এই টিমে ছিলেন যুগ্ম অধিকর্তা মিঠু রানী দেবনাথ, গৌতম দেব রায়। তাদের সঙ্গে ছিলেন কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা, সেক্টর অফিসার এবং গ্রাম সেবকরা। 
পরিদর্শন কালে এই টিমের সদস্যরা স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সরজমিনে পোকা গুলির গতিবিধি, আচার-আচরণ লক্ষ্য করেন। পরবর্তী সময় তারা কৃষকদের পোকার আক্রমণ রোধে কীটনাশক কত পরিমানে কখন ও কি ভাবে স্প্রে করতে হবে তার বিষয়ে বিস্তারিত ভাবে পরামর্শ দেন। সাধারণত নিশাচর কীটপতঙ্গের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে হলে পড়ন্ত বিকেলবেলা ঔষধ স্প্রে করতে হয়। পোকার সংক্রমণ সবজির মাঠে হচ্ছে তাই এগুলো থেকে কি করে সবজিকে রক্ষা করা যায় তার ওর বিশেষ গুরুত্ব সহকারে পরামর্শ দিয়েছেন টিমের সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ