আগরতলা, ১৯নভেম্বর : রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন পরিদর্শন করলেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের উপদেষ্টা এম ইবোমাইয়া মৈতৈ। ২০১৯-২০ অর্থ বছরে এই গবেষণা কেন্দ্রের উৎপাদিত আলুর দানা বীজ তথা টিপিএস বীজের উৎপাদনের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের তরফে যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল মূলত তিনি এদিন এই কাজের অগ্রগতির মূল্যায়ন করেন। এই বিষয়টি নিয়ে তিনি গবেষণা কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন। এদিনের এই বৈঠকে এম ইবোমাইয়া মৈতৈকে গবেষণার বিষয়বস্তু বিস্তারিত ভাবে তুলে ধরেন গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ, সঙ্গে ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস। পাশাপাশি অন্যান্য আধিকারিকরাও এই সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন। দীর্ঘ সময় ধরে চলে এই বৈঠক। উপদেষ্টা কাজকর্মের চুলচেরা বিশ্লেষণ আধিকারিকদের কাছ থেকে জেনে নেন। এমনকি এই প্রকল্পে যে যে কাজ হচ্ছে তার সরে জমিনে খতিয়ে দেখেন এবং যে কাজগুলি সম্পূর্ণ হয়ে গিয়েছে এগুলির কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। তিনি গভীরভাবে জানার চেষ্টা করেন এই কাজগুলো কৃষকদের মাঠে বাস্তবিকভাবে কতটুকু কার্যকর হচ্ছে সেই সঙ্গে রাজ্যের উন্নয়নে কতটুকু ভূমিকা নিচ্ছে। পর্যবেক্ষণ শেষে গবেষণা কেন্দ্রের প্রধানসহ অন্যান্য আধিকারিকদের কাজের ব্যাপক প্রশংসা করেন এবং আগামী দিনে যাতে উদ্যান এবং বাগিচা ফসলের উন্নয়নের জন্য নতুন নতুন কি কি পরিকল্পনা গ্রহণ করা যায় তার রূপরেখা তৈরি করে এগুলো উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের জমা দেওয়ার জন্য আহ্বান জানান। বর্তমান সময়ের রাজ্যের কাজকর্ম দেখে তিনি খুশি বলে অভিমত ব্যক্ত করেন। এই কাজগুলির ছবি জিপিএস ক্যামেরা দিয়ে তুলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবেন বলেও জানান।
0 মন্তব্যসমূহ