আগরতলা, ১৯ নভেম্বর : কৃষিবিজ্ঞান কেন্দ্র পশ্চিম জেলার উদ্যোগে বনমালীপুর কিষাণ মোর্চার ব্যবস্থাপনায় চন্দ্রপুর আই এস বি টি কমিউনিটি হলে স্থানীয় কৃষকগণকে নিয়ে পুষ্টি বিষয়ে এক আলোচনা সভা ও শীত কালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত ভাষণ রাখেন কৃষিবিজ্ঞান কেন্দ্র পশ্চিম জেলার বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ গনেশ দাস তিনি তার ভাষনে খাদ্যের পুষ্টি এবং কোন বয়সে কিরকম পুষ্টিকর খাদ্যের প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্ধৃতি দিয়ে বলেন মোদি সমাজের স্বল্প আয়ের মানুষের পুষ্টিযুক্ত খাদ্যের জন্য একটি প্রকল্প চালু করেছেন, প্রকল্পটির নাম 'নারী' সেই প্রকল্পের আওতায় আজকের এই আলোচনা ও বীজ বিতরণ সভা। ডঃ মন্দিরা চক্রবর্তী শীতকালীন সবজি চাষের উপর বিস্তারিত আলোচনা করেন। মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব শহরতলীতে যে সকল কৃষক বাসকরেন উনাদের জীবনযাত্রার বিস্তৃত আলোচনা করেন, বর্তমান সরকার কৃষকের উন্নয়নে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছেন সেই জন্য তিনি সরকারের ভুয়সী প্রশংসা করেন। প্রধান অতিথির ভাষণে কিষান মোর্চা প্রদেশ সভাপতি তথা অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা অবতার পুরুষ নরেন্দ্র মোদীজি গত এগার বছরে ভারতের কৃষকদের জন্য যে সকল প্রকল্প ঘোষণা ও রূপায়িত করেছেন এবং এই সকল প্রকল্পে রাজ্যের কৃষক সমাজ যেভাবে উপকৃত হয়েছেন তার বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন আমরা কৃষক সমাজ মোদির নিকট কৃতজ্ঞ। সভা শেষে অধিক পুষ্টিযুক্ত শীতকালীন পাঁচ প্রকার সবজি বীজের পেকেট কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক কৃষকের হাতে তুলে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ