আগরতলা, ২৩ নভেম্বর : খোয়াই জেলার খোয়াই কৃষি মহকুমা অন্তর্গত বিভিন্ন এলাকার চাষীরা এবার রবি মরসুমে তৈল বীজ চাষ করছেন। খোয়াই কৃষি মহকুমা আধিকারিক শ্রীকান্ত নাথ জানান, ভারত সরকারের ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল (এনএমইও) প্রকল্পের এ তৈল জাতিয় ফসলের চাষ হচ্ছে। এই প্রকল্পে মূলত চিনা বাদাম, সরিষা ইত্যাদি চাষ করা হচ্ছে। দুই জাতের সরিষা পিএম ২৭(লাল), ওয়াই এস এইচ -৪০১( হলুদ) এবং এক জাতের চিনা বাদাম (কে -১৮১২) চাষ করা হচ্ছে। সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহেই রবি মরসুমের ফসল লাগানোর প্রথা, তাই খোয়াই কৃষি মহকুমা অঞ্চলে অনেকগুলো মাঠে ইতিমধ্যে বাদাম, সরিষা, গম ইত্যাদি ফসল লাগানো হয়ে গেছে, বাকি এলাকায় মাঠ তৈরি, আগামী কয়েকদিনেই লাগানো শেষ হবে। সরকারি প্রতিটি প্রদর্শনী মূলক চাষে কৃষি ও কৃষক কল্যান দপ্তরের তরফে আর্থিক সহায়তা করা হবে। বাদাম চাষীদের প্রতি হেক্টরে প্রায় ২৪,০০০টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, যার মধ্যে রয়েছে উন্নত মানের বীজের দাম, বিভিন্ন রকমের সার, ঔষধ ও বালাই নাশক। সেই সঙ্গে কিছু নগদ অর্থ ব্যাংকের মাধ্যমেও দেওয়া হবে। হেক্টর প্রতি বাদাম বীজের প্রয়োজন হয় প্রায় ১০০কেজি। ফলন ভালো হলে প্রতি হেক্টরে ১,৫০০কেজি থেকে ২৫,০০কেজির মতো ফলন পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন। মাঠে বাদাম লাগানোর ৯০ থেকে ১২০ দিনের মধ্যে ফসল আবাদ করা সম্ভব। এবছর যেসব মাঠে বীজ বপন করা হয়েছে তাতে গাছের চেহারা দেখে বাম্পার ফলন বলেও আশা ব্যক্ত করেন কৃষি মহকুমা আধিকারিক শ্রীকান্ত নাথ।
একই ভাবে যেসব চাষীরা মাঠে সরিষা চাষ করছেন তাদের আবাদও ভালো হবে বলে আশা করা যাচ্ছে। সরকারের কাছ থেকে সহায়তা পেয়ে খুশী চাষীরা। কারণ ফলন ব্যাপক হলে তারাও আর্থিক ভাবে লাভবান হবেন।
0 মন্তব্যসমূহ