আগরতলা, ২৭ নভেম্বর : সারা দেশের সাথে রাজ্যেও বুধবার থেকে শুরু হয়েছে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার শপথ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্না দেববর্মা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্হার সদস্যরা।
বুধবার থেকে সারাদেশে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে বুধবার রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা,কমিশনের অন্যান্য সদস্য্যা, বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধি শিশু কল্যাণ পরিষদের চেয়ারপারসন সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার জন্য উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন ।এই অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্নাদেববর্মা বলেন, বাল্যবিবাহ আমাদের সামাজিক জীবনের একটি অন্যতম অভিশাপ। এই বাল্যবিবাহ দূরীকরণে বিতান নামে সামাজিক সংস্থার সদস্যরা এগিয়ে এসেছেন। এখন থেকে প্রতিবছর কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের নির্দেশমত এই কার্যক্রম গ্রহণ করা হবে। বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা।
উল্লেখ্য বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে বাল্যবিবাহ মুক্ত ভারত প্রচার অভিযানে কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।তিনি এই প্রচার অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানে দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুরও উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ