আগরতলা, ৩ নভেম্বর : মানুষ যতটা উৎসাহ উদ্দীপনা এবং শ্রদ্ধা সঙ্গে লক্ষ্মী গণেশ সরস্বতী ইত্যাদি দেব-দেবীর পূজা বাড়িতে করে থাকে, এদের মধ্যে কিছু মানুষ পূজার পর দেবী প্রতিমাদের নিয়ে ততটাই আগ্রহ হারিয়ে ফেলে যে দেবদেবীর প্রতিমা গুলিকে রাস্তার পাশে, নোংরা আবর্জনা স্তূপে, মানুষের হাঁটাচলা জায়গায় অবহেলা অনাদরে ফেলে চলে যায়। এভাবে দেবী প্রতিমাদের রাখলে একদিকে যেমন দেখতে দৃষ্টিকটু লাগে তেমনি দেব দেবীর প্রতি শ্রদ্ধা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। বৃষ্টি বাদলে ভিজে দেবদেবী সুন্দর রং নষ্ট হয়ে যায়, তেমনি অনেকে আবার এই সকল দেব-দেবীর শরীর থেকে সাজসজ্জা খুলে নিয়ে যায় ফলে কুৎসিত চেহারা ধারণ করে। এই দৃশ্যগুলো দেখেই আমাদের চলাফেরা করতে হয়।
এই পরিস্থিতিতে রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় অবহেলা অনাদরে পড়ে থাকা দেবদেবীর প্রতিমাগুলি বিসর্জনের মতো সুন্দর উদ্যোগ নিলেন আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা।
বুধবার তিনি নিজে কয়েকজন শ্রমিক নিয়ে ওয়ার্ডের প্রায় প্রতিটি গলি ঘুরে ঘুরে পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা দেব দেবীর মূর্তি ঠেলাগাড়িতে সংগ্রহ করে পুকুরের জলে বিসর্জন দেন। এই কাজে তিনি নিজেও হাত লাগান।
তার এই উদ্যোগ দেখে আমিও লোকজন প্রশংসা করেন। তিনি নিয়মিত ভাবে মানুষের কল্যাণে সামাজিক কাজ করেন বলেও জানান এলাকার লোকজন।
0 মন্তব্যসমূহ