Advertisement

Responsive Advertisement

আগরতলা রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন



আগরতলা, ১৩ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের ১৮টি রেল স্টেশনে এক সঙ্গে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করা হয়। এর মধ্যে আগরতলা রেলস্টেশনও রয়েছে। তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলা রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী, উত্তর-পূর্ব রেলওয়ের লামডিং ডিভিশনের ম্যানেজার এ কে পাণ্ডে সহ অন্যান্যরা। 
এদিন রাজীব ভট্টাচার্যের হাত ধরে প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্রের একটি আউটলেট'র উদ্বোধন হয়। এই বিষয়ে প্রতিক্রিয়ায় রাজীব ভট্টাচাৰ্য বলেন বুধবার বিহারের দাঁড়ভাঙ্গায় এইএমএস হাসপাতালের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। সেই সাথে ভার্চুয়ালি দেশের ১৮ টি রেল স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন। রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনকে প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্রের তালিকা ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজীব ভট্টাচাৰ্য। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে আগরতলা রেল স্টেশন থেকে কম দামে ভালো ঔষধ সংগ্ৰহ করতে পারবেন রোগীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ