দিপ্সি
প্রস্থান মানেই ভেঙে ঘুরিয়ে দেওয়া নয় । হারিয়ে যাওয়া টুকরো গুলি একসাথে করে লুকিয়ে রাখা।
কোনো প্রশ্নচিহ্ন না রেখে নদীর মতো গতিময় বয়ে চলা সেখানে ফিরে আসার রাস্তা কেউ জানবে না।
নদী কখনও পেছনে ফিরে তাকায় নি ,যদি তাকাত ত
একটা রেশ পরে থাকত নিছক।
ঢেউ কেবল ফিরে না যাওয়ার কারণ বয়ে চলে আমিও নদী হতে রাজি বয়ে যেতে রাজি
রেশ হয়ে থেকে যাওয়ার জন্য ফিরে তাকালে আমার নদী জন্ম বৃথা।
0 মন্তব্যসমূহ