দিপ্সি
নারীর শরীর বেয়ে নেমে আসে কবিতার ঝড়
খোলা চুলের রুক্ষতায় কবিতা শালিনতা হারায়
নারীর চোখের কাজলে ছন্দ
বেঁধেছে প্রেমের কবিতা
শব্দগুচ্ছের ভিড়ে নারীদেহ
এক একটি দীর্ঘ কবিতা।
পর্ব ▪২
রোটেশানে ধরা পড়ে কাব্যচর্চা
ক্ষুধার্ত শহরের বুকে চিৎকার করে
কত শত কাব্য প্রেমীর ভিড়
তবু ও কেউ কি কবিতা পড়ে
শব্দ গুলো হাসফাস করে নিথর দেহে বন্দি থাকে চার দেওয়ালে ।
কেউ কি কবিতা পড়ে?
আকাশ জুড়ে দাম্পত্য বেঁধেছে
কবিতার সংসার
দেহ জ্বলে পুড়ে - কেউ কি কবিতা পড়ে।
পর্ব ▪৩
ক্রমশ বিগড়ে যাচ্ছি কবিতার ভিড়ে
টু দ্যা পয়েন্ট এগিয়ে যাওয়ায় মুশকিল
ক্রমশ হারাচ্ছি। শব্দ আর শালিনতা ভুলে ভিড় জমাচ্ছে
অসালীন কবিতা।
তবে আমি অশালিন হতে পারিনি।
পর্ব ◆৪
নষ্ট শরীর টাকে আরো নষ্ট করে জ্বালা ধরায়
শরীরের কথা লিখলে জমে কামনার পাহাড়
তবুও নারীর শরীরের মধ্যমনি তে আঘাত করে কত রাত্রির কবিতা ঝড়ে
সে হিসেব আছে বুঝি?
সে কথা বললে কবিতা নষ্ট
বাঁধন ছেড়ে, নবজন্মে
সমস্ত লেখায় মেয়েলি কবিতা
উড়ন্ত পাখি ডুবে যাওয়া চাঁদ
সে সবে যদি পাওয়া যায়
প্রেমের স্বাদ
তবে কেন নারীর লেখা কবিতায় খুঁজে বেড়াও?
মেয়েলি কবিতার ছাঁপ।
পর্ব◆৫
শরীর আর কবিতা একাকার হয়ে যাচ্ছে ক্রমশ
অনুভব করি শ্লেষ জড়তা পিছুটান
নিগুড় প্রেম উষ্ণতা শ্বাস প্রশ্বাস
আরো চাই আরো চাই
একটা অভিধান একটি কবিতার স্ব শরীর।
পর্ব ◆৬
ও শরীর প্রাণ হীন
স্পর্শ হীন গন্তব্য হীন
শব্দ আরো শব্দ
ফাঁকা পথের অলিতে গলিতে
নিঃশেষ হতে হতে ক্রমশ
প্লট হারিয়ে আরেকটা কবিতার আকাশ ছুঁতে যাচ্ছি।
সে পথে হাটছি মুখ থুবরে পড়ছি তবুও হাটছি।
কবিতা এখনো পাইনি কেবল হেটে যাই।
0 মন্তব্যসমূহ