আগরতলা, ১১ নভেম্বর : নিজ বিধানসভা এলাকার পানীয় জলের সমস্যার সমাধান সহ রাস্তাঘাটের মান উন্নয়ন করা নিয়ে এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার।
দীর্ঘদিন ধরে রামনগর বিধানসভার পিসিসি ইট ভাট্টা এলাকায় জলের সমস্যা এবং রাস্তাঘাট চলাচলের অসুবিধায় ভুগছিলেন স্থানীয় জনগণ। সোমবার বিষয়গুলো খতিয়ে দেখার লোককে এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্যসহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শন শেষে দীপক মজুমদার জানান, এলাকার জনগণের সাথে কথা বলে কোথায় কি সমস্যা এবং কেন এই সমস্যাগুলো হচ্ছে সেটা জানার চেষ্টা করেছেন তিনি। এবার এই সমস্যাগুলো দূর করার কাজ করবেন।
তিনি আরো জানান, এলাকার জনগণের সমস্যার কথা শুনে উপস্থিত সকলের সাথে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পানীয় জল ও অন্যান্য সকল সমস্যা সমাধান করা হবে। এলাকার জনগণের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মেয়রের সাথে পুর নিগমের অধিকারিকগণের পাশাপাশি বিদ্যুৎ দপ্তর এবং পূর্ত দপ্তরের আধিকারিকও উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ