Advertisement

Responsive Advertisement

বিপুল পরিমাণ গাঁজাসহ আগরতলা রেলওয়ে স্টেশনে আটক ২ আন্ত:রাজ্য পাচারকারী



আগরতলা, ১৭ নভেম্বর : ট্রেনে করে আগরতলা থেকে বিহার রাজ্যে গাঁজা পাচারকালে দুই আন্ত:রাজ্য পাচারকারীসহ মোট ২৯৮ গাঁজা আটক। শনিবার রাতে তাদের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করে যৌথ বাহিনী। 
আগরতলা রেল স্টেশনের গভমেন্ট রেলওয়ে পুলিশ তথা জিআরপি থানার ওসি তাপস দাস রোববার সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ সূত্রে তাদের কাছে আগাম খবর আসে যে আগরতলা রেল স্টেশন হয়ে বহি:রাজ্যে বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা নিয়েছে আন্ত:রাজ্য নেশা পাচারকারীর একটি চক্র। সেই মতো জিআরপি এবং রেলওয়ে প্রটেকশন ফোর্স'র তথা আর পি এফ'র একটি টিম বিশেষ নজরদারি শুরু করে স্টেশনে চলাচলকারী যাত্রীদের উপর। রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্ম সংলগ্ন এলাকা থেকে গাঁজা গুলি আটক করে। এগুলি মোট ২৮২টি প্যাকেটের মধ্যে ছিল এবং এই প্যাকেট গুলো মোট ২৪টি কার্টুনের মধ্যে রাখা হয়ে ছিল যাতে কারো সন্দেহ না হয়। এই প্যাকেটগুলি সঙ্গে বিট্টু কুমার (২৭) নামে বিহার রাজ্যে বেগুশারাই জেলার বাসিন্দা এবং আনকুল কুমার (২৩) নামে বিহার রাজ্যের লাকিশারাই জেলার বাসিন্দা দুই আন্ত:রাজ্য মাদক পাচারকারীকেও আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা দেওঘর এক্সপ্রেস ট্রেনের বেডরুল বয় হিসাবে কর্মরত ছিল। ট্রেনের কর্মী হওয়ার সুবাদে তাদের ধারণা ছিল গাঁজা পাচার করলেও তাদেরকে কেউ সন্দেহ করবে না এবং এই গাঁজার প্যাকেট গুলো দেওঘর এক্সপ্রেস ট্রেনে করে নিরপদে বিহারে নিয়ে যাবে। এগুলির আনুমানিক বাজার মূল্য হবে ৩৫ লাখ ৭৬ হাজার টাকা বলেও জানিয়েছেন ওসি। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আদালতে তুলে তাদের জামিনের আবেদন জানিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কে কে রয়েছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ