Advertisement

Responsive Advertisement

নেতার মৃত্যুতে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি শোকপ্রকাশ



আগরতলা, ২ নভেম্বর : পাইখোলা কৃষক আন্দোলনের অন্যতম এক নেতা মনমোহন পাল প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। গত ৩০শে অক্টোবর বিলোনিয়া মহকুমার পাইখোলার তৈছামাস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই ত্রিপুরা রাজ্য কৃষক সভার সম্পাদক পবিত্র কর রাজ্য কৃষক সভার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বলেন পাইখোলা কৃষক আন্দোলনের সময় জোতদার জমিদারদের ও সরকারের পুলিশ বাহিনীর বিরুদ্ধে জাতি উপজাতিদের কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের অন্যতম সেনানী ছিলেন মনমোহন পাল। শারীরিক কারনে বেশ কিছুদিন আসতে পারছিলেন না, কিন্তু শেষ দিন পর্যন্ত তিনি কৃষক সভাকে পরামর্শ দিয়ে গেছেন তার প্রয়াণে রাজ্য কৃষক সভা হারালো একজন অভিভাবককে।
১৯৬৭ সালে বিলোনিয়ার পাইখলায় জমি আত্মসাৎকারী জোতদার ও তাদের রক্ষক এক আইনজীবী ও তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশের বিরুদ্ধে জাতি উপজাতি কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন ত্রিপুরার কৃষক আন্দোলনের ইতিহাসে শ্রেণী সংগ্রামের এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন মনমোহন পাল। তাঁদের বিরুদ্ধে ৬৯-৭০ সালে জোতদাররা ৪২ জনের বিরুদ্ধে যে মামলা করেছিল সেই মামলার নিষ্পত্তি হয় ৭৮ সালে।সরকার সেই আন্দোলনের ফলে কৃষকদের দাবি মেনে নেয়। কৃষকদের ঐ জয় আজও আমাদের পথ দেখিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে পবিত্র কর বলেন মনমোহন পালের প্রয়ান আমাদের অভিভাবকহীন করে দিল। পবিত্র কর বলেন "তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ