আগরতলা, ৪ নভেম্বর : ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকার এ বছর দুর্গাপূজা এবং কালী পূজার বিসর্জনে ডিজে সাউন্ড ব্যবহারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছে। এরপরও রাজধানীর কিছু কিছু ক্লাব এবং সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং কালী পূজা কমিটির বিরুদ্ধে ডিজে সাউন্ড ব্যবহারের অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানা পুলিশ অভিযান শুরু করেছে এবং রবিবার সন্ধ্যার পর ডিজে সাউন্ড বাজিয়ে কালী পূজার বিসর্জনে যাওয়ার পথে একটি দলকে আটক করে এবং গাড়ি ও ডিজে সাউন্ড সিস্টেম থানায় নিয়ে আসে। দুজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। দুর্গাপূজা থেকে দেওয়ালি পর্যন্ত মোট চারটি ডিজে সিস্টেম আটক করা হয়েছে পশ্চিম আগরতলা থানার তরফে বলে সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস।
0 মন্তব্যসমূহ