Advertisement

Responsive Advertisement

মন্ত্রীর হাত ধরে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণা প্রতিবেদনে উদ্বোধন



আগরতলা, ১৮ নভেম্বর : সোমবার আনুষ্ঠানিক ভাবে অনুমোদিত হলো রাজধানী আগরতলার অরুন্ধতীনগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের ২০২৩-২৪ অর্থ বছরের গবেষণা প্রতিবেদন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তার ড. শরদিন্দু দাস, রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান যুগ্ম অধিকর্তা ডঃ উত্তম সাহা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন স্তরের আধিকারিক এবং কর্মচারীরা। 
 বলাবাহুল্য এই গবেষণা পত্রে গবেষণা কেন্দ্রের বিভিন্ন রূপরেখা, বিভিন্ন গবেষণা, কৃষকদের জন্য নেওয়া বিভিন্ন ধরনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে। গবেষণা কেন্দ্রের তরফে আগামী দিনে রাজ্যের কৃষকদের কল্যাণে কি ধরনের কর্মসূচি নেওয়া হবে তারও বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। এই গবেষণাপত্রটি দেখে উপস্থিত অতিথিরা ভূয়সি প্রশংসা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ