Advertisement

Responsive Advertisement

মাছমারায় কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত



আগরতলা, ১৬ নভেম্বর : কৃষিবিজ্ঞান কেন্দ্র ঊনকোটি জেলার উদ্যোগে ও কিষান মোর্চা ঊনকোটি জেলার ব্যবস্থাপনায় কুমারঘাট মহকুমার মাছমারা কমিউনিটি হলে স্থানীয় পাঁচটি গ্রামের উদ্যোগী কৃষক গণকে নিয়ে শীতকালীন রবিশস্যের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে কর্মশালার শুভ উদ্বোধন করেন অল ত্রিপুরা ফারমার্স ক্লাবের রাজ্য সভাপতি তথা আই সি এ আর আই এম সি সদস্য প্রদীপ বরণ রায়। স্বাগত ভাষণ রাখেন কৃষিবিজ্ঞান কেন্দ্র ঊনকোটি জেলার বরিষ্ট বিজ্ঞানী তথা প্রধান ডঃ বিশ্বজিৎ বল, বিশেষজ্ঞ বিজ্ঞানী জয়শ্রী দত্ত ও রিপন দাস প্রমুখ জলবায়ু পরিবর্তনে শীতকালীন রবির শস্যের উপর তার প্রভাব ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিশিষ্ট অতিথি সমাজসেবক পবিত্র কুমার নাথ কৃষকগণকে বিজ্ঞানসম্মতভাবে চাষবাস করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির ভাষণে প্রদীপ বরণ রায় কৃষি বিজ্ঞান কেন্দ্র ঊনকোটি জেলার কাজকর্মের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন মাছমারার মত জায়গায় কৃষিবিজ্ঞান কেন্দ্রের, কৃষক কে নিয়ে বিজ্ঞানসম্মত চাষবাসের উপর যে কর্মশালা বিগত সরকারের আমলে এগুলো কল্পনাও করা যেত না। বর্তমান সরকার গ্রাম ও কৃষকের উন্নয়নে বিশেষ ভাবে কাজ করছেন। গত ছয় বৎসরে রাজ্যের কৃষকের প্রভূত উন্নতি হয়েছে আমরা সরকারের নিকট উচ্চমূল্যে ধান বিক্রয় করতে পারছি। রাজ্যের আড়াই লক্ষাধিক কৃষক কিষান সম্মান নিধি পাচ্ছেন। এখন আর কৃষক কে রাজনৈতিক ফায়দার জন্য মিছিলে হাঁটতে হয় না। বর্তমান সরকারের আমলে কৃষক-সম্মানের জীবন যাপন করছেন। তিনি আরো বলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা অবতার পুরুষ নরেন্দ্র মোদিজি উনার নর্থইস্ট কম্পানমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে ত্রিপুরার কৃষকের জন্য প্রতি বছর কোটি কোটি টাকার বীজ কৃষি যন্ত্রপাতি প্রদান করে থাকেন। আমরা উনার নিকট কৃতজ্ঞ। কর্মশালায় এলাকার তিন জন বিশিষ্ট উদ্যোগী কৃষককে কৃষিবিজ্ঞান কেন্দ্র ঊনকোটি জেলার পক্ষ থেকে অর্থ রাশি ও প্রশংসা পত্রের মাধ্যমে কৃষক সম্মাননা প্রদান করা হয়। কর্মশালা শেষে এলাকার দুইশতাধিক বাছাইকৃত কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল জাতের শস্য বাদাম ও গম বীজ বিতরণ করা হয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ফারমার্স ক্লাব উনকোটি জেলার কো-অর্ডিনেটর মিলন কান্তি দে, কুমারঘাট মহাকুমার বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস ও তমাল দেবনাথ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ