আগরতলা, ২ নভেম্বর : আলোর উৎসব দীপাবলিতে যাতে সকলের মধ্যে আনন্দ বিরাজ করে তাই বিশেষ উদ্যোগ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জননেত্রী প্রতিমা ভৌমিক। যাদের পরিবারের কেউ নেই অথবা কঠিন অবস্থার কারণে পরিবার থেকে দূরে সেসব গৃহে জীবন যাপন করছে তাদের মুখে হাসি ফোটাতে শনিবার তাদের সঙ্গে সময় কাটালেন জননেত্রী। সেই সঙ্গে তাদের হাতে উপহার সামগ্রী ও তুলে দেন তিনি। এদিন অন্বেষা শিশু গৃহাশ্রমের শিশুদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান জননেত্রী। তাদের হাতে চকলেট সহ নানান উপহার সামগ্রী তুলে দেন। উৎসবের মরশুমে এই সামগ্রীগুলিতে খুশি ব্যক্ত করেন কচিকাঁচারাও।
শিশুদের সঙ্গে কাটানো খুশির মুহূর্ত গুলি সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জননেত্রী প্রতিমা ভৌমিক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন - দীপাবলীর আলো শুধু শহরের কেন্দ্রবিন্দুতে সীমাবদ্ধ থাকবে কেনো? মা বাবার সাথে হাতে হাত ধরে শহর ঘুরতে না পারা যে শিশুরা নিভৃতে উদযাপন করছে , তাদের ঘরেও পৌঁছে যাক আলোকচ্ছটা। আজ তাদের সাথে দীপোৎসব উদযাপন করলাম এবং তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দিলাম। অন্বেষা শিশু গৃহাশ্রমের শিশুদের সাথে একাত্ম হয়ে তাদের উৎসবেরও ভাগীদার হলাম দিদি হিসেবে। যারা ব্রাত্য, আপনার পরিচিত মহলে যাঁদের ঘরে এখনও পৌঁছয়নি দীপাবলির আলো, তাঁদের ঘরেও এভাবেই এক ফালি আনন্দ পৌঁছে দিন। শুভ দীপাবলি।
0 মন্তব্যসমূহ