আগরতলা, ১৩ নভেম্বর : রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যামহরি শর্মার বলিদান দিবস উদযাপন করা হয় বুধবার। এদিন রাজধানীর লাল বাহাদুর চৌহমুনীতে ভারতীয় জনতা পার্টির সদর জেলা শহরাঞ্চলের পক্ষ থেকে শহীদ শ্যামহরি শর্মার বলিদান দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর জেলা শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিকসহ অন্যান্যরা।
এদিন সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপিকে রাজ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্ৰথম শহীদ হন শ্যামহরি শর্মা। তিনি আরো অভিযোগ করে বলেন ১৯৯১ সালের ১৩নভেম্বর লাল বাহাদুর চৌহমুনীতে কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা শ্যামহরি শর্মাকে খুন করে। ১৯৯১সালের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ছিলেন তিনি। আগরতলা ৬ বিধানসভা আসনের উপনির্বাচন ছিল তখন। শ্যামহরি শর্মার খুনের পেছনে কংগ্রেস ও সিপিএম দলের ষড়যন্ত্র ছিলো বলেঅভিযোগ করেন বলেন শ্যামহরি শর্মার বলিদান বৃথা যাবে না এবং বৃথা যায়নি। বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে স্তব্ধ করা যায়নি।
0 মন্তব্যসমূহ