আগরতলা, ২৮ ডিসেম্বর : গার্হস্থ হিংসা ও নেশামুক্ত সমাজ গঠনে ক্লাবগুলিকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা।শনিবার রাজধানীর নাইন বুলেটস ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
শনিবার আগরতলা পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের অধীন নাইন বুলেটস ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা ।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্বতী দেববর্মা, নাইন বুলেটস ক্লাবের সম্পাদিকা অপু রায় সরকার সহ অন্যান্যরা।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাইন বুলেটস ক্লাবের সমাজসেবা মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, নাইন বুলেটস ক্লাব মানেই ফুটবল, গোটা রাজ্যবাসী সেটা জানেন।পাশাপাশি রক্তদান, বস্ত্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে এই ক্লাবটি। নাইন বুলেটস ক্লাবের মহিলা প্রতিনিধিদের যোগদান এবং উপস্থিতি সবার জানা। তিনি বলেন ক্লাবগুলিকে আরো বেশি করে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। তবেই নেশা মুক্ত সমাজ এবং গার্হস্থ হিংসা সমাজ থেকে দূরীভূত হওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনিও সমাজ সেবামূলক কাজে ক্লাবগুলিকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ