আগরতলা, ১০ ডিসেম্বর: আগামী ২১ ডিসেম্বর রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে নর্থইস্ট কাউন্সিলের তথা এনইসি'র ৭২তম প্লেনারি বৈঠক। বৈঠককে কেন্দ্র করে এখন জোর প্রস্তুতি চলছে রাজধানী আগরতলা শহর জুড়ে। রাজ্য অতিথি শালা, প্রজ্ঞা ভবন, উজ্জয়ন্ত প্রাসাদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা গুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে।
বৈঠকে কেন্দ্র করে আগরতলার যে সব কাজকর্ম হচ্ছে তা মঙ্গলবার খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। তিনি এদিন প্রথমে উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন করেন। প্রাসাদের কোন জায়গায় কি ধরনের কাজ করার পরিকল্পনা রয়েছে তা খতিয়ে দেখেন তিনি। তারপর তিনি যান প্রজ্ঞা ভবনে। সেখানে ও বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাও ঘুরে দেখেন তিনি।
এ দিনের পরিদর্শন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, নর্থইস্ট কাউন্সিলের ৭২ তম প্লেয়ার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগরতলায়, তাই এখন তার প্রস্তুতি চলছে। কোন জায়গায় কি কাজ করলে সবচেয়ে ভালো হবে তা জানার জন্য তিনি আধিকারিকদের নিয়ে সরে জমিনে ঘুরে দেখছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন নর্থইস্ট কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ২০ ডিসেম্বর রাতে আগরতলায় আসবেন এবং এরপর দিন ২১ ডিসেম্বর আগরতলায় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিষয় উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে আলোচনা হবে। যা ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। বৈঠক সফল হবে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গেছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ