Advertisement

Responsive Advertisement

রাজ্য উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের দুঃসাহসিক চুরি



আগরতলা, ১৩ ডিসেম্বর: রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে গত তিন মাস ধরে পরপর তিনবার চুরি কান্ড সংঘটিত হয়। বৃহস্পতিবার রাতেও চোরের দল গবেষণা কেন্দ্র থেকে কিছু সামগ্রী চুরির চেষ্টা করে, কিন্তু নৈশ প্রহরীদের তৎপরতায় এ যাত্রায় চোরেদের চেষ্টা ব্যর্থ হয়। এদিন রাতে চুরের দল বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল তখন নৈশ প্রহরীরা বুঝতে পারে তারাও পিছু ধাওয়া করে চোরেদের, অবস্থা বেগতিক দেখে চোরের দল সামগ্রী গুলি গবেষণা কেন্দ্রের কলাবাগানে ফেলে পালিয়ে যায়। গবেষণা কেন্দ্রের তরফে জানানো হয়েছে প্রতিবারই চোরেদের লক্ষ্য থাকে এসি মেশিনের আউটডোর এর অংশ, তামার পাইপ, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং আলু বীজসহ অন্যান্য সামগ্রী চুরি করা। সূত্রের খবর গবেষণা কেন্দ্র সংলগ্ন একটি হোটেল এইসব চোরের দলের মূল আখড়া। তারা এখানে বসে গভীর রাত পর্যন্ত নেশা পান করে। গোটা এলাকা নিরব হয়ে গেলে তারা গবেষণা কেন্দ্রের বিভিন্ন সামগ্রী চুরি করতে চলে আসে। এমনকি এই হোটেলটিতে প্রতিনিয়ত নেশা সেবনকারীদের আসা-যাওয়া চলে মোটরবাইক সহ বিভিন্ন যানবাহন নিয়ে দূর-দূরান্ত থেকে নেশা সেবনকারীরা এখানে আসে। এই চুরির বিষয়ে গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে শ্রীনগর থানায়একটি অভিযোগ দায়ের করা। পুলিশের তরফে নৈশ প্রহরীদের জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তাদের কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়েছে তাই একজন অস্থায়ী নৈশ প্রহরীকে গবেষণা কেন্দ্রের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এভাবে কিছুদিন পর চুরির ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ