আগরতলা, ১৮ ডিসেম্বর : রাজধানী আগরতলার পার্শবর্তী এলাকা মেখলিপাড়া। এই এলাকার উপর দিয়ে চলে গিয়েছে বহিঃরাজ্য থেকে আগরতলা পর্যন্ত সংযোগকারী রেলপথ। এই মেখলিপাড়ায় রয়েছে কয়েকশ পরিবার মানুষের বসবাস। কিন্তু এখন এই রেলপথ এখন মেখলিপাড়া, লেম্বুছড়াসহ আশেপাশের এলাকার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই এলাকা গুলি থেকে সরাসরি রানীরবাজার এলাকায় সংযোগকারী রাস্তাকে দুই ভাগ করে গিয়েছে রেলপথ। যখন রেলপথ চালু করা হয় তখন এখানে কোন ওভারব্রিজ বা আন্ডার পাশ তৈরী করা হয়নি। তাই মেখলীপাড়া সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে রেলপথ পারাপার করে স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল এমন কি বাজার হাট করতে যেতে হচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। এলাকার বাসিন্দা জয়ন্ত কুমার দেবনাথ জানান এই রাস্তা দিয়ে রোগী পরিবহনের সময় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়, তারা এই ঘটনাটি তার চোখের সামনে ঘটেছে। এছাড়া আরো একাধিক মানুষের মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়। নিয়মিত দুর্ঘটনা ঘটার প্রেক্ষিতে স্থানীয় লোকজন দাবি জানান এখানে একটি ওভার ব্রিজ তৈরি করার। মানুষের দাবির প্রেক্ষিতে অবশেষে রেল মন্ত্রক ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। দু'পাশের দুটি পিলার তৈরি হয়ে গিয়েছে রেলের রাস্তার উপরে বসানোর জন্য লোহার জয়েস্টও নিয়ে আসা হয়েছে। কিন্তু অজ্ঞাত কোন কারনে গত প্রায় দেড় বছর ধরে এই ওভার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ফলে এখনো জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষদের পারাপার করতে হচ্ছে রেলপথ। ভাই এলাকাবাসীর দাবি দ্রুত যেন ওভার ব্রিজ নির্মাণের কাজ শেষ করা হয় এবংস্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে পারেন এই ব্যবস্থা করা হয়। জয়ন্ত কুমার দেবনাথের দাবির বিষয়টিকে সমর্থন করেন এলাকারই বাসিন্দা প্রবীণ নাগরিক অবসরপ্রাপ্ত শিক্ষক রসময় সাহাও সমর্থন করেন এবং দাবি জানান দ্রুত কাজ শেষ করার জন্য।
কবে আবার কাজ চালু হবে এবং মানুষের জীবনের ঝুঁকি কমবে এইদিকে চেয়ে রয়েছে মেখলীপাড়া এবং আশেপাশের এলাকার মানুষজন।
0 মন্তব্যসমূহ