আগরতলা, ২০ ডিসেম্বর : কৃষকদের স্বার্থে শুক্রবার একই দিনে গোমতী জেলায় একদিনে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
এদিন প্রথমে গোমতি জেলার টেপানিয়াতে তথ্যপ্রযুক্তির সুবিধা সম্বলিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী জানান, এরফলে এই জেলার কৃষকরা তাদের কৃষিগত উন্নতিতে এখানে প্রশিক্ষণ যেমন নিতে পারবেন, তেমনি তাদের চাষাবাদ নিয়ে এখান থেকে বিশেষজ্ঞদের পরামর্শ ও নিতে পারবেন । এতে করে গোটা জেলা কৃষিতে দারুন ভাবে উন্নতি করবে বলেও জানান। এরপর মন্ত্রী মাতাবাড়ি কৃষি মহকুমার অধীন মহারানী গ্রামীণ বাজারের শুভ উদ্বোধন করেন।
পাশাপাশি এদিন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গর্জিতে 'কৃষক জ্ঞানার্জন কেন্দ্র'-এর নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন করেন মন্ত্রী। সেই সঙ্গে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচি গুলিতে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, উদ্যান এবং মৃত্তিকার সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ সহ, অন্যান্য জনপ্রতিবন্ধী এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ