আগরতলা, ২৩ ডিসেম্বর : রাজ্যের মহিলাদের অগ্রগতির জন্য পাশে রয়েছে প্রদেশ বিজেপি মহিলা মোর্চা, এই বিষয়টিকে তুলে ধরার লক্ষ্যে সোমবার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী হাঁপানিয়া এলাকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত ১৯ তম ষড়শ মেলায় গেলেন মহিলা মোর্চার এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। তারা মেলা প্রাঙ্গণ ঘুরে মেলায় আসার রাজ্যের বিভিন্ন প্রান্তের উদ্যোগী মহিলাদের সঙ্গে কথা বলেন তাদের কাজকর্ম দেখেন। সেই সঙ্গে মহিলাদেরকে উৎসাহ প্রদান করেন নিয়মিত ভাবে কাজ করে নিজেকে স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। মহিলা মোর্চার সদস্যদের দেখে স্ব সহায়ক দলের মহিলারা খুশী ব্যক্ত করেন।
এ দিনের পরিদর্শনের বিষয়ে মিমি মজুমদার বলেন, লাখপতি দিদি ত্রিপুরার অগ্রগতি মূলত এই থিমকে সামনে রেখে আগরতলা হাঁপানিয়া, আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ১৯তম আঞ্চলিক সরস মেলায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলের স্ব-সহায়ক দল বোনেদের দ্বারা পসরা নিয়ে বসা বিভিন্ন স্টল পরিদর্শন করি। সাথে ছিলেন প্রদেশ মহিলা মোর্চার পদাধিকারীগণ।
0 মন্তব্যসমূহ