Advertisement

Responsive Advertisement

ভারতরত্ন অটল বিহারী বাজপাই'র জন্ম দিবস পালিত রাজ্য জুড়ে


আগরতলা, ২৫ ডিসেম্বর : ২৫ ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতৃত্বদের অন্যতম একজন নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারি বাজপেয়ির জন্মদিন। ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যও বিজেপির এই বর্ষিয়ান নেতার জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে বুধবার সকালে রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি এবং সাংসদ রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, সংগঠনের সদস্যরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, অ্যাডভোকেট সমীর ঘোষ, অভিজিৎ দেব, প্রশান্ত ভট্টাচার্য, মন্ত্রী বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা। উপস্থিত সকলে অটল বিহারী বাজপাই এর ছবির সামনে পুষ্পার্ঘ অর্পণ করে জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
এদিনের এই কর্মসূচি সম্পর্কে রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যজুড়ে অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন পালন করা হচ্ছে। এই দিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। জন্মদিন থেকে আগামী এক বছর অটল বিহারী বাজপাই এর কর্মময় জীবনের বিভিন্ন তথ্য সাধারণ মানুষের সামনে দলের তরফে তুলে ধরা হবে। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন এবং সাংসদ হিসেবে মানুষের কল্যাণে যে যে কাজ করেছেন দেশকে অগ্রগতির দিকে দিশা দেখানোর জন্য যে কাজ গুলি করেছেন তা তুলে ধরা হবে। রাজ্যের প্রতিটি বুথে বুথে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। এই উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, বিভিন্ন হাসপাতালে ফল এবং মিষ্টি বিতরণ কর্মসূচিও করা হচ্ছে। 
 রাজ্যের অন্যান্য জায়গাতেও একদিন সকাল থেকেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অটল বিহারী বাজপাই এর জন্ম দিবস পালন করা হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ