আগরতলা,২৩ ডিসেম্বর : ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে প্রদেশ বিজেপির তরফে রাজ্যের ৬০টি মন্ডলের জন্য ৬০ জন মন্ডল সভাপতি নাম ঘোষনা করা হয়েছে। সাংগঠনিক নির্বাচনের স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব এদিন সাংবাদিক সম্মেলন করে নাম গুলি ঘোষণা করেন। নাম ঘোষণা করার পর সাংবাদিকদের তরফে তাকে প্রশ্ন করা হয়, রাজ্যের বিভিন্ন জায়গায় মন্ডল নির্বাচনে একাধিক প্রার্থী মনোনয়ন জমা করেছিলেন এদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেননি তাদের কেউ কেউ খুব বিক্ষুব ব্যক্ত করছেন এমনকি সাংগঠনিক কাজকর্মে বাধা দিচ্ছেন এবং নবনির্বাচিত সভাপতিদেরকে নানা ভাবে বাজার দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। এ বিষয়ে দলের তরফে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে? এর উত্তরে তিনি জানান, তাদের কাছে এমন কোন খবর নেই। যেটুকু খবর তারা পেয়েছেন জানতে পেরেছেন যে নবনির্বাচিত মন্ডল সভাপতিদেরকে উল্লাসের সঙ্গে বরণ করে নিয়েছেন দলের অন্যান্য নেতাকর্মীরা। এমনকি কোন কোন জায়গায় ফুলের মালা দিয়ে নবনির্বাচিত সভাপতি কে বরণ করে মিছিলের আয়োজন করা হয়। যদি কোন জায়গায় এ ধরনের ঘটনা ঘটে এবং দলের কাছে এই খবর আসে তাহলে তা বরদাস্ত করা হবে না। শক্ত হাতে এই সকল সংগঠন বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সংগঠন থেকে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ