Advertisement

Responsive Advertisement

রবিবার ছুটির দিনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত মেয়র





আগরতলা, ২৯ ডিসেম্বর : রাজধানী আগরতলার অঙ্গ সঞ্চালনী ক্লাবের উদ্যোগে ও হেলথ মেক্স ডায়গনস্টিকের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান উৎসব ও স্বাস্থ্য শিবিরে আয়োজন করা হয় রবিবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র এবং রামনগর এর বিধায়ক দীপক মজুমদার, রামকৃষ্ণ মঠ ও মিশনের আগরতলা শাখার স্বামী অমর্ত্যানন্দ মহারাজ, পুর নিগমের ২৩ এবং ২৪-নং ওয়ার্ডের কর্পোরেটর মনিমুক্তা ভট্টাচার্য্য ও সুখময় সাহা ও ক্লাব সভাপতি সেন্টুলাল দেব সহ অন্যান্যরা।
উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন। স্থানীয় এলাকার লোকজন এবং ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। অতিথিরা রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য তাদের উৎসাহিত করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ