আগরতলা, ১৬ ডিসেম্বর : ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে দুই ঘন্টার গন অবস্থান পালন করা হয়েছে। সারা রাজ্যে এই কর্মসূচি পালিত হয়েছে। আগরতলায় প্যারাডাইস চৌমুহনীতে মূল কর্মসূচি অনুষ্ঠিত হয় বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ প্রদান করা , দৈনিক মজুরি ৬০০ টাকা করা , সকল ভূমিহীন কৃষক খেত মজুরদের ভূমি ও গৃহের বন্দোবস্ত করা , কৃষি শ্রমিকদের জন্যে সুসংহত কেন্দ্রীয় আইন প্রণয়ন করা সহ আরো কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এই কর্মসূচিতে ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন এর সম্পাদক শ্যামল দে সহ অন্নান্ন নেতৃত্ত। দাবি আদায়ে এই গন অবস্থানের মাধ্যমে তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ক্ষেতমজুর ইউনিয়ন দীর্ঘদিন ধরেই এই কর্মসূচীগুলি নিয়ে সরব রয়েছে।
0 মন্তব্যসমূহ