Advertisement

Responsive Advertisement

রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বীরবাল দিবস উদযাপিত





আগরতলা, ২৬ ডিসেম্বর : সারা দেশের সাথে রাজ্যেও বৃহস্পতিবার বীর বাল দিবস উদযাপন করে বিজেপি। এই উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শিখদের দশম গুরু গোবিন্দ সিংহের দুই শহীদ বীর সন্তানকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে রাজ্যেও যথাযথ মর্যাদা এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, সাধারণ সম্পাদক তাপস মজুমদার ,মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, প্রাক্তন প্রদেশ সম্পাদিকা অদিতি ভট্টাচার্যসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিজেপি নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে শিখদের দশম গুরু গোবিন্দ সিংহের দুই শহীদ সন্তানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই প্রসঙ্গে বিধায়ক ভগবান দাস জানান, সারা দেশেই বিজেপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। সেই সঙ্গে বৃহস্পতিবার প্রদেশ, মন্ডল এবং জেলা কার্যালয়েও যথাযথ ভাবে এই দিনটি পালন করা হবে। তিনি আরো জানান, শিখদের দশম গুরু গোবিন্দ সিংহের দুই শহীদ সন্তান থেকে অনেক কিছু জানার আছে। দীর্ঘদিন এই সম্পর্কে কিছু বলা হয়নি। বর্তমানে তাদের বীরগাথা তুলে ধরা হচ্ছে সবার সামনে।
এদিন বিধায়ক ভগবান দাস আরো জানান, বীরবাল দিবস উদযাপনের অঙ্গ হিসেবে  উপলক্ষে শুক্রবার আগরতলার লিচুবাগানস্হিত গুরুদোয়ারায় এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। গুরু গোবিন্দ সিং এর দুই শহীদ বীর সন্তানকে ভালোভাবে জানার জন্য আগামী দিনে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়স্তরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া জেলা স্তরেও এই উপলক্ষে সেমিনারের আয়োজন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ