আগরতলা, ২৬ ডিসেম্বর : সিপিএম দলের ত্রিপুরা রাজ্য দপ্তরে চিন সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মাও সেতুং’র ১৩২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা। চিন সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব মাও সে তুং এর জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করল সিপিআইএম নেতৃত্বরা। আগরতলা দশরথ ভবনে মাও সেতুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সিপিআইএম নেতৃত্বগণ।
সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মন্ডলীর নেতা পবিত্র কর বলেন, আজকের সময়ে দাঁড়িয়ে যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ চলছে, সেক্ষেত্রে মাও সে তুং বামপন্থীদের কাছে একজন শিক্ষক, প্রেরণাদায়ক। তার থেকে শিক্ষা নিয়ে দলীয় নেতৃত্বে এগিয়ে যাবেন।
0 মন্তব্যসমূহ