আগরতলা, ১০ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের বর্তমান কাউন্সিলের তিন বছর পূর্তি, চলতি বছরের শারদ সম্মান প্রদান এবং মশার উপদ্রব হ্রাসের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পুরনিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ৫১ টি ওয়ার্ডের কর্পোরেটর সহ আধিকারিকরা। এদিন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানান।
২০২১ সালের ৮ ডিসেম্বর শপথ গ্রহণ করেছিলেন আগরতলা পৌর নিগমের বিজেপির কর্পোরেটররা। সেই নিরিখে তিন বছর পূর্তি হয়েছে বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগমের বর্তমান কাউন্সিলের। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের শারদ সম্মান প্রদান অনুষ্ঠান এখনো অনুষ্ঠিত হয়নি। এই ইস্যুগুলোকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরনিগমের মেয়রের পাশাপাশি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অদিতি ভট্টাচাৰ্যসহ ৫১ টি ওয়ার্ডের কর্পোরেটর ও আধিকারিকরাও উপস্থিত ছিলেন ।এই বৈঠকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত এবং কর্মসূচি গ্রহণ করা হয়। আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানান। তিনি জানান, পৌর নিগমের তিন বছর পূর্তি, শারদ সম্মান প্রদান সহ শহরে মশার উপক্রম রোধ নিয়েও বিস্তারিত আলোচনা হবে। আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আগরতলা পৌর নিগমের কাউন্সিল বৈঠকে ৫১ টি ওয়ার্ডের কর্পোরেটররা উপস্থিত ছিলেন ।উপস্থিত ছিলেন নিগমের আধিকারিকরাও।
0 মন্তব্যসমূহ